শান্তিগঞ্জ সংবাদদাতা: শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে ‘কমিউনিটি মতবিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাথারিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।