স্টাফ রিপোর্টার, গাজীপুর : ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে, যা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মাগুরা জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. আসাদুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সরকারি কেশবচন্দ্র কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. আসাদুজ্জামান। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
প্রধান অতিথি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং অনার্স, মাস্টার্স ও প্রফেশনাল কোর্স চালু ও আসন বৃদ্ধিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, জীবনমুখী ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, সিলেবাস সংস্কার, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য কর্মশালা, ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ এবং শিক্ষক গবেষণায় আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সভার শুরুতে জুলাই-আগস্টের ছাত্র-জনতার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।