জামালপুর সংবাদদাতা : শহর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি শহরের সরদার পাড়ায় ফিলফুল ফুযুল টাস্ট্র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামায়াতের শহর শাখার আমীর খন্দকার মোকাদ্দাস আলীর সভাপতিত্বে ও অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওসারের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, জামায়াতের জেলা আমীর ও জামালপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জুলফিকার আলী, জেলা বায়তুলমাল সেক্রেটারি এড. জামিউল ইসলাম, শহর সহকারী সেক্রেটারি মেছবাহুল কাইয়ুম, হাফিজুর রহমান লিটন, ওয়ার্ড সভাপতি মো. জিয়াউল কবীর প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন নজরুল একাডেমি জামালপুর জেলা শাখা ও জেলা সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা।

অপর দিকে একই দিনে সকাল ৯টার দিকে জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কুটামনি উচ্চ বিদয়ালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।