রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন শাখার উদ্যোগে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াত প্রার্থীর এক মতবিনিময় সভা গতকাল ২০ সেপ্টেম্বর শনিবার

সকালে ইউনিয়ন সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আকবার এর সঞ্চালনায় বানীবহ বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, রাজবাড়ী জেলা শাখার আমীর এবং রাজবাড়ী-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ইয়াকুব আলী, অরুন ঘোষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন দুর্গোৎসব আপনাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান, আমরা আশা করি এই উৎসব আপনারা আপনাদের পরিবারের সকল সদস্য মিলে অত্যন্ত আনন্দের সাথে, খুশির সাথে উদযাপন করুন। আপনাদের নিরাপত্তা প্রশ্নে আমরা আপোষহীন, নিরাপত্তার ব্যাপারে প্রশাসনও অত্যন্ত কঠিন।