খুলনা মহানগরীর বাংলাদেশ ব্যাংক সংলগ্ন ওয়েস্টার্ন ইন হোটেল থেকে উদ্ধারকৃত নিহত নারীর পরিচয় তিন দিনেও উদঘাটন করতে পারেনি পুলিশ। ওই নারীর মৃত্যু নিয়ে ইতোমধ্যে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে খুলনা পিবিআই এবং সিআইডির বিশেষ টিম লাশের পরিচয় শনাক্ত করতে না পারায় তারা দেহ থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। যা পরীক্ষার জন্য আদালতের আদেশের জন্য অপেক্ষা করছে পুলিশ। তবে যে হোটেলটিতে লাশ পাওয়া গেছে তা নিয়ে নানা আলোচনা রয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, উদ্ধার হওয়া নিহত নারীর পরিচয় মেলাতে পারেনি পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে শনিবার তার লাশ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হয়।