মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর সাহেপ্রতাপ সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) বিকালে মাধবদী এলাকা হতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাকে আটক করে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম। আটক সোহেল পাটোয়ারী রাজবাড়ি জেলার নাজমুল পাটোয়ারির ছেলে ও সাসপেন্ড হওয়া সাবেক পুলিশ সদস্য।

নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বিকাল পৌণে ৩ টার দিকে ৩ জন ছেলে এসে তার কাছে জানতে চান এখানে সোহেল নামে কোন পুলিশ ডিউটি করছেন কি না? এসময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোন সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রং এর পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।