হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সাবেক সফল প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন।
মরহুম জীবদ্দশায় হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজ, জোবরা পি পি স্কুল এন্ড কলেজসহ চট্টগ্রাম সিটির একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষাব্যক্তিত্ব ছিলেন এবং শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও সম্যক শিক্ষাদানের মাধ্যমে সুপরিচিত ছিলেন।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), চট্টগ্রাম উত্তর জেলা এবং হাটহাজারী সাংবাদিক ইউনিয়ন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
মরহুমের জানাযা হাটহাজারী পার্বতী মডেল সরকারি বিদ্যালয় ও গ্রামের বাড়ি নাঙ্গলমোড়ায় অনুষ্ঠিত হয়েছে।