দেশবরণ্যে কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
বৃহস্পতিবার এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- সিলেটের কৃতি সন্তান, দেশবরণ্যে কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে দেশবাসী একজন সাহিত্য জগতের অভিভাবককে হারালো। যা সহজে পুরন হবার নয়। তিনি লেখনী শক্তির মাধ্যমে আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম মুকুল চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট সাংস্কৃতিক সংসদের শোক
কবি মুকুল চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ ও সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী বলেন, কবি মুকুল চৌধুরী ছিলেন একজন শ্রমনিষ্ঠ কবি ও লেখক। দেশের সাহিত্য জগতে সত্তর দশকের মাঝামাঝি থেকে লিখে গেছেন নিরলসভাবে। কবিতার পাশাপাশি গদ্য সাহিত্যেও তিনি ছিলেন শক্তিমান, ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা এবং কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ। তাঁর মত বহুমূখী প্রতিভার মৃত্যুতে সিলেট তথা দেশের সাহিত্য জগৎ এক অভিভাবককে হারালো। যা সহজে পূরণ হবার নয়। আল্লাহ পাক রাব্বুল আল-আমিন, মরহুম কবি মুকুল চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।