কাপাসিয়ার বিশিষ্ট সাংবাদিক, মাই টিভির কাপাসিয়া উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।
গত রবিবার বিকেলে তিনি সাংবাদিক মুজিবুর রহমানের বলাকোনা গ্রামের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। বিশেষ করে তিনি সাংবাদিক মুজিবুর রহমানের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের বর্তমান পরিস্থিতি এবং তাদের ভবিষ্যৎ পড়াশোনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিবারের সাথে মতবিনিময়কালে সালাউদ্দিন আইউবী সাংবাদিক মুজিবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, "সাংবাদিক মুজিবুর রহমান ছিলেন একজন নির্ভীক সংবাদকর্মী। তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা থাকবে এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
তিনি পরিবারের তিন এতিম সন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণের আশ্বাস দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা-সংক্রান্ত সহায়তার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তিনি পরিবারের সদস্যদের জন্য ঈদ উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় জামায়াত নেতা সালাউদ্দিন আইউবীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়েদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মনির হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উপজেলা উত্তর শাখার সেক্রেটারি আবু সাঈদসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক মুজিবুর রহমানের পরিবারের প্রতি সহযোগিতার এই প্রয়াস কাপাসিয়ার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে থাকার জন্য সালাউদ্দিন আইউবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।