স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর সদর দপ্তরে ‘Productivity Enhancement of Mustard-Boro-T.Aman Cropping System in Bangladesh’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫ খ্রি.) ব্রি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় দেশের কৃষি গবেষণা ও উৎপাদন খাতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং গবেষকগণ অংশ নেন।

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. গাজী নূরুল কাদের। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প সমন্বয়ক ড. গাজী নূরুল কাদের লতিফ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. গিয়াস উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুজ্জামান আহমেদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক ড. নুরুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক ড. রফিকুল ইসলাম এবং ব্রির বিজ্ঞানী ড. নূরজাহান আক্তার।

আলোচকরা বলেন, বাংলাদেশের তিন মৌসুমভিত্তিক ফসল চক্র — সরিষা-বোরো-আমান — টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি প্রযুক্তি, সময়োপযোগী জাত উদ্ভাবন ও মাঠ পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমের সমন্বয় ঘটাতে পারলে এই চক্রের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব।

ব্রির বিজ্ঞানীরা কর্মশালায় বিভিন্ন গবেষণা ফলাফল উপস্থাপন করেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সেচ ও সার ব্যবস্থাপনায় উদ্ভাবনী দৃষ্টান্ত তুলে ধরেন।

কর্মশালার সমাপনী পর্বে ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বেলাল হোসেন বলেন, “ফসল চক্রভিত্তিক এই উৎপাদন ব্যবস্থায় নতুন জ্ঞান ও প্রযুক্তির সংযোজন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”