পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে ঐতিহাসিক ঘোড়াশাল বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে জনবহুল এলাকা যেখান দিয়ে প্রতি দিন হাজার হাজার মানুষ ঘোড়াশাল বাজারে যাওয়া আশা করে এবং একেবারে সাথেই রয়েছে একটি সরকারী কমিউনিটি মেডিক্যাল ক্লিনিক এই ক্লিনিকে প্রতি নিয়ত মা ও শিশু স্বাস্থ্য সেবা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়ে কারণ ক্লিনিকের পাশে বিশাল ময়লা-আবর্জনার ভাগাড়ে পুরো এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এলাকার প্রভাবশালী লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না বলে অত্র প্রতিবদককে জানিয়েছেন বাজারের একাধিক ব্যবস্বায়ী মহল।
নাম প্রকাশ না করার শর্তে ক্লিনিকে সেবা নিতে আসা ভুক্তভোগী মা বোনেরা এবং বাজারের ব্যবস্বায়ী ও পথচারী অনেকেই জানান বিষয়টি অনেক জটিল যা কোন কোন সময় ময়লা ও পোড়া দুর্গন্ধ যুক্ত দুয়ায় দম বন্ধ হয়ে মারাযাওয়ার মত পরিস্থিতি হয়। দেশের প্রথম শ্রেণির পৌরসভার আধাকিলো মিটারের ভিতর এমন পরিস্থিতি যা নাকি নির্বাচিত জনপ্রতিনিধি না-থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য অনেকের। এমতাবস্থায় স্থানীয় নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঘোড়াশাল পৌর পশাসক এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকার পরিবেশ বান্ধব সচেতন মহল।
সচেতন মহল আশাবাদী কতৃপক্ষের সুদৃষ্টিতে এই ময়লার বাগারটি একটি নির্জন স্থানে স্থানান্তরিত হবে।