ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: ভাণ্ডারিয়া উপজেলায় সরদার পাড়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া অসহায় দুই ভাইয়ের বসতঘর নতুন করে নির্মাণ করে দিচ্ছেন পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি।
মঙ্গলবার সকালে (৬ জানুয়ারি) পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটি ও ভা-ারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মসূচির শুভ সূচনা করা হয়।
ঘর নির্মাণে স্বেচ্ছা শ্রম দিচ্ছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। উল্লেখ্য: গত (২ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে ভা-ারিয়া পৌর সভার ৪নং ওয়ার্ডের সরদার পাড়া গ্রামের মৃত মজিদ সরদারের দুই ছেলে রিক্সা চালক মো. রুবেল সরদার ও ভ্যান চালক মৌজুল হক সরদারের ঘরে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে দুটি ঘরই সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টা ব্যপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকান্ডে তাদের প্রায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: পারভেজ আহম্মেদ জানান।