বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সাবেক ডীন প্রফেসর ডক্টর আবুল হাসেম বলেছেন আবুল হোসেন সাহেব ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। শ্রদ্ধেয় আবুল হোসাইন সাহেব পাবনায় ইসলামী আন্দোলন প্রতিষ্ঠায় অগ্রসৈনিক ছিলেন। তার তার মত দক্ষ ও যোগ্য নেতৃত্বের অনুপস্থিতি আমাকে ব্যথিত করে। তিনি ছিলেন ধীর স্থির ও ঠান্ডা মস্তিষ্কের মানুষ। তিনি মানুষের মাঝে আশা জাগাতে পারতেন এবং সহজেই মানুষকে আপন করে নিতেন। তিনি গত শনিবার (১১ অক্টোবর) পাবনার দারুল আমান ট্রাস্টের সাবেক চেয়ারম্যান (প্রতিষ্ঠাতা সেক্রেটারি) মরহুম আলহাজ্ব আবুল হোসাইন এর “জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে সেক্রেটারি নেছার আহমেদ নানুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মাওলানা আব্দুর রহীম,দারুল আমান ট্রাস্ট এর ট্রাস্টি মাওলানা আব্দুর রউফ, দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার প্রিন্সিপাল ইকবাল হোসাইন,পাবনা ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল খালেক,দারুল আমান ট্রাস্টের সদস্য রবিউল ইসলাম বাদশা মরহুম আবুল হোসাইনের জামাতা ও পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, আবুল হোসাইনের ছেলে ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আক্তার হোসেন, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ ও পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, মরহুমের বড় জামাতা বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল মতিন, মেয়ে মোছাঃ নাইমা সুলতানা শিমুল , ছোট ছেলে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখার ইনচার্জ সাজ্জাদ হোসেন রাজু পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা কলেজের ভাইস প্রিন্সিপাল ও মরহুমের ছোট জামাতা রাশেদ হোসেন ফারুক রনি, পুষ্প পাড়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও ইসলামিয়া এতিমখানার সুপারিনটেনডেন্ট মাওলানা আশরাফ আলী, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মোঃ আশরাফুল আলম হেলাল, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হাতেম আলী, তারাবারিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ও মরহুম আবুল হোসাইন কাছের মানুষ মাওলানা মোজাম্মেল হক,।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারুল ট্রাস্ট এর কোষাধাক্ষ আবু হানিফ, দৈনিক জীবন কথা সম্পাদক অধ্যাপক এ এস এম আব্দুল্লাহ, বাংলাদেশ মুক্তিযোদ্দা পরিযদের পাবনা জেলা শাখার সেক্রেটারি ডা. আব্দুস সাত্তার, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বয়েন উদ্দিন ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, মরহুমের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুন আমার ট্রাস্টের সদস্য ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
সভাপতির বক্তৃতায় দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আলহাজ্ব আবুল হোসাইন সাহেব ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। তার বিচক্ষণ বুদ্ধিমত্তার সাথে তিনি সব সমস্যাকে সহজভাবে সমাধান করে দিতেন। তার মত যোগ্য নেতৃত্ব আজ আমাদের বড়ই প্রয়োজন।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তার আতিথিয়তায় মুগ্ধ হতেন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কোন প্রকার কষ্ট পাক বা সমস্যায় পড়ুক এমনটা তিনি সইতে পারতেন না।
উল্লেখ্য মরহুম আলহাজ্ব আবুল হোসাইন পাবনার বহুমুখী সেবামূলক প্রতিষ্ঠান দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ পাবনা জেলা শাখার সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি পাবনা পৌরসভার কাউন্সিলর পরবর্তীতে কিছুদিনের জন্য পাবনা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।