গতকাল ১১ জুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ উল্লাহ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বজনীন সর্ব মহলের গ্রহণযোগ্য একটি দল। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার ও মর্যাদা রক্ষায় জামায়াত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে। সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার আদায় ও নিরাপত্তা রক্ষায় জামায়াত সচেষ্ট ছিল।আগামীতে ও জামায়াত সনাতন ধর্মাবলম্বীদের সাথে অতীতের মতো সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে অধিকার প্রতিষ্ঠিত করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-১১ আসনের (পতেংগা, ইপিজেড, বন্দর, সদরঘাট ও ডবলমুরিং এলাকা) উদ্যোগে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সম্মানে এক ঈদ সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি উপরোক্ত কথা বলেন।

বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক দত্তের সভাপতিত্ব অনুষ্ঠিত ঈদ সম্প্রীতি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ৩৭নং উত্তর মধ্য হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-১১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সদরঘাট থানার আমীর আব্দুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী নেতা টেরী বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ও ৩০ নং মাদার বাড়ি ওয়ার্ড জামায়াতে ইসলামীর কাউন্সিলর পদপ্রার্থী আবুল মনছুর, ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহেদ আলী,৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক মোহাম্মদ হোসেন। বিশিষ্ট সমাজসেবক নির্মল চন্দ্র দাসের পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ঈদ সম্প্রীতি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সমীর দাস, ডবলমুরিং থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু প্রসাদ চৌধুরী, বন্দর শান্তি সংঘের সভাপতি সিপু দাস,ইপিজেড কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব সেন গুপ্ত। শীলপাড়া আদর্শসংঘের সভাপতি উত্তম দাস,৩৭নং মধ্যম পাড়ার য়েল্জুরাম দাস,৩৯ নং দক্ষিণ হালিশহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাস, ৩৮নং শাপলা সাংস্কৃতিক শাপলা সংঘের সভাপতি উজ্জ্বল দেব নাথ,সাধারণ সম্পাদক লিংকন দে সাধু, মিতালী সংঘের সাধারণ সম্পাদক রতন দাশ, বন্দর পূজা মন্দির নেতা পরিমল দাস, দক্ষিণ পাড়া দূর্গাপূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হীরেন্দ্র মোহন দাস, ১নং সাইট পাড়ার ডাঃধনরন্জন দাস। এছাড়াও জামায়াত নেতা আব্দুল্লাহ ওমর বাহাদুর শীলপাড়া আদর্শ সংঘের সভাপতি উত্তমশীল, বন্দরটিলা শান্তি সংঘের সভাপতি সবুজ দাস, সদরঘাট থানা পূজা উদযাপন পরিষদ নেতা ব্রজ গোপাল দাস, যীসু দাস, টিটু দাস, তাপস দাস, লিটন কান্তি দাস, দেবব্রত দাস, শুভ দাস, আশিষ কান্তি মুহুরী ও পিযুষ কান্তি প্রমুখ। প্রধান বক্তা ও চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম বলেন, আমি অতীতে যেমন সনাতন ধর্মের ভাইদের সুখে দুখে পাশে ছিলাম। আগামীতেও থাকবো। আমি আপনাদের সেবা করে যাবো।