বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে তথ্য ও গণসংযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন। উপাচার্যের দূরদর্শী নেতৃত্বে গত এক বছরে বাউবির অর্জিত অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ খালেকুজ্জামান খান, যুগ্ম-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন পাইকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।