চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল গতকাল বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের দপ্তরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে মনোনয়ন সঙগ্রহ করেছেন। মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারী আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, পৌর নায়েবে আমীর এডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ। পরে মোঃ নূরুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা দরকার। প্রার্থী, কর্মীসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত সরকারের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা জরুরী। তিনি আরো বলেন, মনোনোয়নপত্র উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া ও তাদের সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।