দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলীবর্ষণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে গুলীবর্ষণের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদীপুর গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে পাপ্পু (৩০) তার ভাড়া চালিত স্টিয়ারিং গাড়ি নিয়ে যাওয়ার পথে পাশর্^বর্তী কল্যাণপুর এলাকার মহাব্বত (৪২) এর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এরই জের ধরে কল্যাণপুর এলাকা থেকে মহাব্বত, ছপের ও মোকলেচের নেতৃত্বে ৫০-৬০ জন লোক লাঠি শোটাসহ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাদীপুর গ্রামে হামলা চালায়। এসময় তারা এলাকায় গিয়ে ভয়-ভীতি সৃষ্টি করতে এক রাউন্ড গুলী ছোড়ে। হঠাৎ গুলীর শব্দে গ্রামবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে সাদীপুর গ্রামের নারী-পুরুষ সংগবদ্ধ হয়ে হামলকারীদের মুখোমুখি হলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। গুলীবর্ষণের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু লোকজন সাদীপুর গ্রামে এসে এক রাউন্ড গুলী ছুড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।