পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে বিভিন্ন ব্যক্তির খুয়া যাওয়া ২৬ মোবাইল ফোন ও নগদ টাকা মালিকদের মাঝে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ সময় পুলিশ সুপার জানন, পিরোজপুর জেলার ৭টি উপজেলা থেকে ২৬টি মোবাইল, তিনটি ফেসবুক ফেইক আইডি ও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল শাখা। উদ্ধার হওয়া মোবাইল ফোন ও আইডি সঠিক মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধজনিত যে কোনো বিষয় জেলা পুলিশ এর তৎপর অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। এসময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোবাইল ফোনের মালিকগণ তাদের মোবাইল ও টাকা ফেরত পেয়ে পিরোজপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানান।