দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ।

সম্প্রতি বাজারের কাঠপট্টি এলাকা থেকে মো. সোহান (২২) নামে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ২৯ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহান দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামের মো. খুরশিদ আলমের ছেলে।

গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।