শাহরাস্তিতে ইমাম-খতিবদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা পৌরসভার উদ্যোগে গত শুক্রবার উপজেলা জামায়াতের কার্যালয় অডিটোরিয়ামে স্থানীয় ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহরাস্তি -হাজীগঞ্জ নির্বাচনি এলাকার এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলেমগণ সমাজের দর্পণ স্বরূপ। আলেমগণ যদি সঠিক দায়িত্ব পালন করেন তাহলে সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা অনেকাংশে দূরীভূত হবে। আলেমগণই পারেন সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। তাই আলেমদের উচিত অর্জিত জ্ঞান অনুযায়ী সঠিক ও হকের পথে নিজে চলা এবং মানুষকে এদিকে আহ্বান করা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা সোহেল আহমেদ চিশতী, জেলা মোয়াল্লেম মাওলানা ওয়ালীউল্যাহ, জেলা শুরা ও কর্মপরিষদ মোঃ ইব্রাহিম খলিল, মোঃ শাহআলম, উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা নায়েবে আমীর বাদশা ফয়সাল,পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম,উপজেলা সেক্রেটারি মাওলানা মাইনউদ্দিন, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন সহ উপজেলা পৌরশাখা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ ও ৩ শতাধিক মসজিদের ইমাম-খতিবগণ।