চট্টগ্রামের ফটিকছড়িতে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর গত শিক্ষাবর্ষের তুলনায় শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

উপজেলায় বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২২৯টি এবং কেজি ও বেসরকারি বিদ্যালয় রয়েছে ৬৭টি। প্রাক-প্রাথমিক পর্যায়ে ৮ হাজার ৬০০ জন শিক্ষার্থীর জন্য ২৭ হাজার ৩৬৪ কপি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শ্রেণিভিত্তিক তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে ৮ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার ৫০০ কপি, দ্বিতীয় শ্রেণিতে ৮ হাজার ৩০০ শিক্ষার্থীর জন্য ২৪ হাজার ৯০০ কপি, তৃতীয় শ্রেণিতে ৮ হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য ৫১ হাজার ৬০০ কপি, চতুর্থ শ্রেণিতে ৯ হাজার ১০০ শিক্ষার্থীর জন্য ৫৪ হাজার ৬০০ কপি এবং পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য ৫২ হাজার ৮০০ কপি পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

উপজেলায় মোট শিক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯০০ জন এবং এ পর্যন্ত মোট ২ লাখ ২৬ হাজার ৭৬৪ কপি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস জানায়, ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা ছিল ৪৯ হাজার ৮৫০ জন, যা ২০২৬ সালে বেড়ে ৫১ হাজার ৯০০ জনে উন্নীত হয়েছে।

শিক্ষক ও অভিভাবকরা জানান, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ায় পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে, যা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।