রাজশাহী: প্রকৃতির অপরূপ সজ্জা। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, মাধবীলতা, বাগান বিলাস, রাধাঁচুড়া, কামিনী, বেলী, গন্ধরাজ, কনকচাঁপা, রক্ত করবি, চেরি, নীল কাঞ্চন, লাল কাঞ্চন, জোগাটগর, অগ্নিস্বর, পলাশ, গৌরিচুড়া, ছাতিম প্রভৃতি বাহারী নাম ও রঙের যেন মেলা লেগেছে। কোনোটি রঙে আর গড়নে এবং কোনোটি সৌরভে মাতোয়ারা করে রাখছে বৈশাখের তপ্ত প্রকৃতিকে। রাজশাহী থেকে ছবি তুলেছেন সোহরাব হোসেন সৌরভ
গ্রাম-গঞ্জ-শহর
রঙে আর সৌরভে মাতোয়ারা প্রকৃতি
প্রকৃতির অপরূপ সজ্জা।
Printed Edition
