বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য ফেনী জেলার ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর বড় মজুমদার বাড়ী নিবাসী ও এস্কান্দার মজুমদারের জ্যেষ্ঠ কন্যা মরহুম বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল মঙ্গরবার ইন্তিকাল করেন। ৮০’র দশকে সামরিক উর্দি আর বুটের তলে পিষ্ঠ দেশের রাজনীতিকে মুক্ত করেছিলেন তিনি। কোন রকমের অভিজ্ঞতা ছাড়াই একেবারে আনকোরা হাতে নিয়েছিলেন দেশ পরিচালনার দায়িত্ব। তখন একজন নারী হয়ে, এই কাজটা সহজ ছিলো না। কারণ বেগম জিয়ার বিএনপির রাজনীতির শুরুটা এতোটা মসৃণ ছিল না। নিজ দলের অনেক সিনিয়র ‘লিডার’ তখন তাকে মেনে নিতে রাজি হননি। শুরুতে আস্থা রাখেননি। এরপরও তিলেতিলে নিজেকে প্রমাণ করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তিনি।
হয়েছেন দলীয় প্রধান থেকে তিনবারের প্রধানমন্ত্রী। রাজনৈতিক জীবনে শেষ এক দশক জেল জুলুম ,চড়াই উৎরাই, সন্তান, সংসার থেকে বিচ্ছিন্ন একটা সময়ের ভেতর দিয়ে গেছেন তিনি। জীবনের শেষ বছর গুলো তাকে নিঃসঙ্গ কাটাতে হয়েছে। গতকাল মঙ্গলবার জীবন থেকে ছুটি নিলেন। তিনি এক সময় দৃঢ় কন্ঠে বলেছিলেন, ‘আমার আর কোন ঠিকানা নেই। আমি আমার দেশ ছেড়ে কোথাও যাব না’। আমৃত্যু নিজ দেশেই থেকে গেছেন। অথচ তিনি দেশ ছাড়তে রাজি হলে পুত্র কন্যা নাতি নাতনিদের নিয়ে সুখে আয়েসী জীবন কাটাতে পারতেন।
ফেনীতে তার জানাযা কখন হবে তা এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা যায়নি। সকাল থেকে তার বাড়িতে কোরআনখানী চলছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক ফেনীর তিন আসনে মোট ৩৫ জন প্রার্থী গত সোমবার স্বস্ব মনোনয়নপত্র রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনিরা হকের নিকট জমা দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৪৮ জন। এরমধ্যে ফেনী -১ আসনে জমা দিয়েছেন ১০ জন, ফেনী -২ আসনে ১৪ জন ও ফেনী -৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফেনী -১ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার টিপ সই দেয়া মনোনয়ন পত্র জমা দেন বিএনপির ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক রফিকুল আলম মজনু।সে সময় জেলার অন্য দুই আসনের প্রার্থীরা ছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বিপুল পরিমাণ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন যা ছিল নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ফেনী -১ আসনে বিএনপি থেকে আরো একজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি হলেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। মরহুম বেগম খালেদা জিয়ার স্থলে এখন তিনিই লড়বেন।
ফেনী-১ এ জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এড.এসএম কামাল উদ্দিন তার মনোনয়নপত্র জমা দেন।
এরপর মনোনয়নপত্র জমা দেন ফেনী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি। এই আসনে রিভিউ বা পুনর্বিবেচনার জন্য জেলার শীর্ষ কয়েকজন নেতা আবেদন করেছিলেন। কিন্তু কেন্দ্র অধ্যাপক জয়নাল আবেদিনের ব্যাপারে অনঢ় থাকায় জমা দেয়ার সময় রিভিউ প্রার্থীগণও উপস্থিত থাকেন।