যশোর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশের মানুষ সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছে। এই সৎ ও যোগ্য নেতৃত্ব সাপলাই দেওয়ার কারখানা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। জাতির আশা আকাক্সক্ষা পূরণে জামায়াতে ইসলামী প্রতিজ্ঞাবদ্ধ।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করে। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, জেলা নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবুজাফর সিদ্দকিী, সহকারি সেক্রেটারি যথাক্রমে বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ^াস, অর্থসম্পাদক মুনির আক্তার, জেলা দপ্তর সম্পাদক নুর-ই-আলী নুর মামুন প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, যারা ছাত্র জীবনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে এগিয়ে আসতে হবে। ইসলাম প্রচার-প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।