নড়াইল , সংবাদদাতা : নড়াইলের দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি , ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে নয়জন মনোনয়ন জমা দিয়েছেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ^াস জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মিলটন মোল্যাসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
নড়াইলের দুটি আসনে জামায়াত-বিএনপিসহ ২৪ জনের মনোনয়নপত্র জমাদান
নড়াইলের দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি , ইসলামী আন্দোলন বাংলাদেশ
Printed Edition