নড়াইল , সংবাদদাতা : নড়াইলের দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি , ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম জানান, মনোনয়নপত্র জমাদানের শেষদিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫জন প্রার্থী এবং নড়াইল-২ আসনে নয়জন মনোনয়ন জমা দিয়েছেন। নড়াইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিশ^াস জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যাপক বি এম নাগিব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মিলটন মোল্যাসহ ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।