চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের কবলে পড়ে নাকাল খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। খুলনাসহ ২১ জেলায় বুধবার রাত ৮টায় ঘাটতি ছিল ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকছে দফায় দফায়। দিন-রাতের তফাৎ নেই, যখন-তখন চলে যাচ্ছে বিদ্যুৎ। এতে চরম ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের মানুষ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং আদানির একটি করে ইউনিট বন্ধ থাকায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গ্রিড খুলনা সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হুমায়ূন কবীর আব্বাছী বলেন, বিদ্যুতের সংকট চলছে। আজ (গতকাল) রাত থেকেই ঠিক হয়ে যাওয়ার কথা। আমি যতোটুকু জানি রামপালের দুটি ইউনিট বন্ধ ছিল। এখন কয়লা এসেছে। ওটাও চালু হবে। ওদিকে আদানি থেকেও একটি ইউনিট মনে হয় বন্ধ ছিল ওটাও চালু হওয়ার কথা। সেখানে একটি ইউনিট চালু আছে, আরেকটি হয়তো চালু হবে। তাহলে সংকট কিছুটা মিটবে।
ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, আমরা গ্রিড থেকে বিদ্যুৎ বরাদ্দ পেয়ে থাকি। কিন্তু এখন সরবরাহ কম পাচ্ছি। বুধবার রাত ৮টায় ওজোপাডিকোর আওতাধীন খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের চাহিদা ছিল ৬৩৩ মেগাওয়াট বিদ্যুৎ। সেখানে বরাদ্দ পাওয়া গেছে ৫৭৭ মেগাওয়াট। ফলে ঘাটতি রয়েছে ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ।
ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান বলেন, লোডশেডিং রয়েছে। চাহিদা মোতাবেক সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ কারণে একটু ঝামেলা হচ্ছে। ভারতের আদানির বিদ্যুৎ সরবরাহে সমস্যা ও কয়লা নিয়ে ঝামেলা হচ্ছে শুনলাম। এ কারণে সমস্যা হচ্ছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, একটি ইউনিট বন্ধ রয়েছে। দুটি ইউনিটের প্রথম ইউনিট ফুল লোডে চলছে, আর দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে। এটিও দ্রুত চালু হবে।
গরীর সোনাডাঙ্গা বাসিন্দা নাজিয়া সুলতানা বলেন, সম্প্রতি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভীষণ ভোগান্তির শিকার হচ্ছি। অনলাইন ক্লাস, এ্যাসাইনমেন্ট ও রিসার্চের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। গরমে ফ্যান বা ইন্টারনেট না থাকায় ঘুমানো ও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।