যুক্তরাজ্যের ক্যাম্বব্রীজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রয়াত ড. মো. মোজাহারুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী “স্বদেশ ভাবনার বিকাশে আমাদের লোক সাহিত্য ও সংস্কৃতি” শীর্ষক ড. মোজাহারুল ইসলাম স্মারক বক্তৃতা অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গত ২৮ জুন সকাল সাড়ে ১০টায় খুলনা উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. মাজহারুল হান্নান। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ওয়াকিল আহমদ এবং স্মারক বক্তৃতা করেন বাংলা একাডেমীর উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

প্রধান অতিথির ভাষণে ড. ওয়াকিল আহমদ বলেন, ড. মোজাহারুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে যে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া অনুশীলন করেছিলেন তা এ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বিদেশে তাঁর গবেষণা ও জ্ঞানচর্চা করলেও স্বদেশের মাটির প্রতি ও স্বদেশের মানুষের প্রতি তাঁর ভালবাসা ছিল অফুরন্ত। তাই’ তো ত্রিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে তার প্রয়াত স্ত্রী শার্লী ইসলামের স্মরণে শার্লী ইসলাম লাইব্রেরি প্রতিষ্ঠায় প্রায় এক কোটি টাকা দান করেছেন এবং শিক্ষা বিস্তারে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের জন্যে শিক্ষা বৃত্তির ব্যবস্থা করে গেছেন।

স্মারক বক্তা ড. সাইমন জাকারিয়া তার বক্তৃতায় বলেন, আমাদের লোক সংগীতে দেশপ্রেম মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচুর গান রয়েছে। আবার আমাদের লোক সাহিত্যেও স্বদেশ ভাবনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ লেখনী রয়েছে। বলা যায় স্বদেশ ভাবনায় আমাদের লোক সংস্কৃতি-সাহিত্য অনেক সমৃদ্ধ। স্মারক বক্তৃতার মাঝে দেশাত্মবোধক চর্যাপদের গান পরিবেশন করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী সাধিকা সৃজনী তানিয়া। ড. মোহাম্মদ মোজাহারুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। সভার শুরুতে কুরআন তেলায়াত করেন মাওলানা আব্দুর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন এডভোকেট আব্দুল হোসেন।