পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামানকে তার কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর এক আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। গত মঙ্গলবার দুপুর ২টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটে নবনির্বাচিত বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর অফিসে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় মাসুদ সাঈদীর সাথে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আল আমিন ফকির, পৌর ৮ নং যুব সেক্রেটারি রেদওয়ান রিয়াজ। লাভলু গাজীর সাথে তখন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন, সাবেক ছাত্রদল নেতা মারুফ, ব্যবসায়ী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।