সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরের পূবাইল ৪২ নং ওয়ার্ডের হারবাইদ বাজার পাড়া পূজা মণ্ডপে জামায়াত প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে সামনে রেখে সামাজিক ঐক্যের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহা. খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা নায়েবে-আমির, এডভোকেট শামিম মৃধা, এবং ৪২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি, কাউসার হোসেন। এ ছাড়া স্থানীয় অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় যোগ দেন।

বক্তারা বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি একটি সামাজিক আনন্দ-উৎসব যেখানে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখে। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।