বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে গত রোববার দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এবং কুড়িগ্রাম জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন ফারুকী। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে এ সময় জামায়াতের রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শিক্ষা শিবিরে রংপুর মহানগর শাখার বিভিন্ন ইউনিটের সাংগঠনিক মজবুতি প্রশিক্ষণের লক্ষ্যে ৩ শতাধিক ইউনিট সভাপতি-সেক্রেটারি অংশগ্রহণ করেন।