বারহাট্টা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছোট্ট কৈলাটি গ্রামে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দূর্যোগ ব্যবস্থাপনার আশ্রয়ণ প্রকল্প।প্রকল্পটির মেয়াদ এই ডিসেম্বরই শেষ হবে।প্রকল্পটির মেয়াদ শেষ হলে যেকোন দূর্যোগে ছোট কৈলাটি সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ এতে আশ্রয় নিতে পারবে। তবে ছোট কৈলাটি সহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের অভিযোগ এলাকার কিছু মানুষ অনৈতিক সুবিধা নিতে না পেরে আশ্রয়ণ প্রকল্পটির কাজ বন্ধ এবং প্রকল্পটির কাজ যাতে শেষ না হতে পারে সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান বলেন আমরা শুরু থেকেই জানি এবং দেখে আসছি প্রকল্পটির কাজ ভালো ভাবে হচ্ছে। একজন ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক এটা তদারকির দায়িত্ব পালন করে আসছেন। কাজ করতে গিয়ে মিস্ত্রিরা কোন ভুল করলে সাথে সাথে সেটার সংশোধনও করে ফেলছে। তবে কিছু লোকজন এটার বাস্তবায়ন যাতে না হয় সেজন্য অপপ্রচারে লেগেছে। আসমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান আমাদের এলাকায় বন্যা হওয়ার কারণে সাধারণ অসহায় মানুষরা খুব কষ্টে থাকেন। আশ্রয়ণ প্রকল্পটি সম্পূর্ণ হলে আমাদের এলাকার খুবই উপকার হবে।কিছু মানুষ ইস্টিমিট না বুঝে ভুল তথ্য উপস্থাপন করেছে। আমি এটার প্রতিবাদ জানাই। আমরা চাই সঠিক সময়েই যেন এই কাজটা শেষ হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারি মোঃ সাজল খাঁন জানান আশ্রয়ণ প্রকল্পটি আমার বাড়ির কাছেই। সবসময় প্রশাসনের তদারকি দেখে আসতেছি।কাজ হচ্ছে ইস্টিমিট অনুযায়ী। কোনরকম অনিয়ম আমাদের চোখে পরেনি।তবে অপপ্রচারকারীরা কোথায় তথ্য পেল তারাই জানে। প্রকল্পটির প্রধান মিস্ত্রির দ্বায়িত্বে থাকা আলামিন জানান আমরা হলাম মিস্ত্রি আমরা ত আর ইঞ্জিনিয়ার না।কাজের সময় আমাদের কিছু ভুল ত্রুটি হলে ইঞ্জিনিয়ার সংশোধন করে দেয়।সাথে সাথে আমরা এটা সংশোধন করে দেই। অনিয়মের কোন কিছু ঘটেনি।