চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গত শনিবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পরিচালিত ইসলামিক মিশনটি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, মিশনে কর্মরত চিকিৎসক ডা. শামছিয়া তাসনিম দ্বীপি, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ অনেকেই। চুনারঘাটে প্রান্তিক জনসাধারণের জন্য ইসলামিক মিশন যে সেবা দিচ্ছে, তা দেখে ধর্ম উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেন।