ঝিনাইদহের মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফারুক আহম্মেদের পিতা সুলতান আহমেদ মাস্টার (৮০) গতকাল সোমবার ভোর রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সুলতান আহমেদ মাস্টার মৃত্যুকালে চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

সোমবার যোহর নামাজের পর মহেশপুরে তাঁর নিজ বাসভবনের সামনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর মতিয়ার রহমান, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আঃ হাই, পৌর আমীর পলাশ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মরহুমের ইন্তিকালে ঝিনাইদহ জেলা, জেলা মিডিয়া বিভাগ ও মহেশপুর উপজেলা, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।