পাবনা সংবাদদাতা : পাবনা সদরের লস্করপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে পাথর বোঝাই একটি ট্রাক মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি লস্করপুরের ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে, বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা ‘পাবনা এক্সপ্রেস’-এর একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি যাত্রী নামিয়ে গ্যারেজে ফেরার পথে ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক মোঃ সেলিম (৪২) নিহত হন। তিনি মেহেরপুর জেলার গাংনি উপজেলার সাহারবাটি এলাকার মৃত আব্দুল গনির ছেলে। গুরুতর আহত হন ট্রাকচালকের সহকারী মোঃ তারেক (৩৫) এবং বাসের হেলপার মোঃ আলামিন (৩৫)। তারেক মেহেরপুরের একই এলাকার মোঃ শহীদের ছেলে এবং আলামিন পাবনার টেবুনিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক সেলিমকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।