চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ দেশের খেটেখাওয়া শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বিজয়কে ত্বরান্বিত করেছিল। জীবনবাজি রেখে হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মধ্য দিয়েই শ্রমজীবী মানুষের অসামান্য ত্যাগে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে।

গত মঙ্গলবার নগরের জামাল খানস্থ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া।

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাকড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম মুর্তজা। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও পাকড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন এবং গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর মাস্টার নুমায়ন আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পাকড়ী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্। জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতা অর্জনের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। দেশের শান্তি, শৃঙ্খলা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে পাকড়ী ইউনিয়ন ও আশপাশের এলাকার জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় শহীদ হাসান চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের শুভসূচনা করা হয়। এ দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৬টা ৪০ মিনিটে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দিন আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। মহান বিজয় দিবসে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের জন্য মুক্তিযোদ্ধাভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, বিজয়ের তেপ্পান্ন বছরেও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিজয়কে অর্থবহ করতে হলে ন্যায় ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম, গাজী আবুল কাশেম প্রমুখ।

কিশোরগঞ্জ

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কিশোরগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী, কিশোরগঞ্জ সদর উপজেলা আমীর মাও নজরুল ইসলাম, শহর আমীর মাও আব্দুল হকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নীলফামারী

১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ‘ঠওঈঞঙজণ ঈণঈখঊ জঅখখণ ২০২৫’ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নীলফামারী জেলা শাখা র‌্যালিটিতে প্রায় ২০০০ সাইকেলের অংশগ্রহন করে। বর্ণাঢ্য র‌্যালিটি জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় র‌্যালিটি ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক ডোমার ডিমলা রোড, জলঢাকা বাস স্ট্যান্ড, জলঢাকা উপজেলা পরিষদ চত্বর জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নরসিংদী

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সকাল সাড়ে ৮টায় নরসিংদী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ এবং মনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিকেলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌরপার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া অনুষ্ঠান এবং নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা ছিল উল্লেখ্যযোগ্য।

রংপুর

বিভাগীয় নগরী রংপুরে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব এবং পেশাজীবী ও শিক্ষক শিক্ষার্থীগণের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকালে রংপুর স্টেডিয়ামে শিক্ষর্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের পক্ষথেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন মসজিদ ও উপসানলয়ে শহীদগনের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, ইয়াতিমখানা, কারাগার ও শিশু প্রতিবন্ধী পুর্নবাসন কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বিজয় মেলার উদ্বোধন

এ উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে দুপুরে বিসিক আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বেধন করা হয়। বিভিাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এর উদ্বোধন করেন। সিটি কর্পোরেশন, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, বিসিকের ডিজিএম এহসানুল হক এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মেলায় কুটির শিল্পের ও খাদ্য পন্যের ১৩০টি ষ্টল স্থাপন করা হয়েছে।

নোয়াখালী

নোয়াখালীতে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী জিলা স্কুল মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনসহ জেলার বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল নয়টায় শহীদ ভুলু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সম্মাননা, শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা।

পটুয়াখালী

মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও পটুয়াখালী-১ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সেক্রেটারি শহীদুল ইসলাম কায়সারী, জামায়াতে ইসলামীর মনোনীত পৌরসভার মেয়র পদপ্রার্থী ও সাবেক শিবিরের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আন নাহিয়ানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, পৌরসভা আমীর মাওলানা আবুল বাশার প্রমুখ। র্র

র‌্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দুর্গাপুর

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ০৬.৪২ মিনিটে বীর শহীদদের স্মরণে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি শেষে, শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, দুর্গাপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা কৃষি অফিস, উপজেলা শিক্ষা অফিস, দলিল লেখক সমিতি, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর সাংবাদিক সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণীপেশার মানুষ মহান বিজয় দিবসে লাখো শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ শেষে সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বেলা ১১ টার দিকে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও আড়ম্বরপূর্ণ বিজয় মেলা,

স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের সহ না না আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের ৫৫ তম বার্ষিকী উৎযাপিত হয়েছে।

ভোলাহাট

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আম চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মু. মিজানুর রহমান বলেন, বাংলাদেশকে শোষণ, বৈষম্য, ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত করার যে প্রত্যাশা ছিল, তা এখনও পূরণ হয়নি। স্বাধীনতার পর দীর্ঘ ৫৪ বছরের রাজনীতিতে বিভাজন ও বৈষম্যের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে।

তিনি বলেন, পাকিস্তানি শাসকেরা আমাদের সঙ্গে যে বৈষম্য করেছিল, স্বাধীনতার পরও বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়েছে। আমরা আর এই অবস্থায় বাংলাদেশকে দেখতে চাই না।

ড. মিজানুর রহমান আরও বলেন, আমরা একটি বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। শহীদদের রক্ত সেদিনই সার্থক হবে, যেদিন সকল ধর্ম, দল ও শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে।

আমতলী (বরগুনা)

আমতলীতে যথাযথ মর্যদায় ১৬ ডিসেম্বও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রীতি ফুটবল ম্যাপ অনুষ্ঠিত হয়।

সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারি এবং বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে স্মৃতিসৌধে আনুষ্ঠানিভাবে পুষ্পার্ঘ অর্পন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে সরকারী কর্মকর্তা বৃন্দ আনুষ্ঠানিক ভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করেন। এর পর উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির এবং পৌর বিএনপি ও যুবদলের সাবেক আহবায়ক কবির ফকির ফকিরের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পার্ঘ অর্পন করে।

ডিমলা (নীলফামারী)

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে র‌্যালিটি ডিমলা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত সভায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং মহান বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন, টঙ্গীবাড়ী থানা পুলিশ, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুড়ী (মৌলভীবাজার)

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোড় থেকে বিজয় যুব র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। বিজয় মিছিলটি রাজদিয়া মোড় থেকে শুরু হয়ে সিরাজদিখান উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ.কে.এম. ফখরুদ্দীন রাজী। সমাবেশে বক্তব্যকালে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি ছিল ভাবগম্ভীর, আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ। সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ এবং উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ টঙ্গীবাড়ী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোল্লা আমীর হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ. জব্বার কাজী, আ. সালাম নিরু ভুইঁয়া, মোফাজ্জল হোসেন (কমান্ডার), শহীদ বেপারী, শাহজাহান সরকারসহ আরও অনেকে।

দেবহাটা (সাতক্ষীরা)

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে বিজয় র‌্যালি শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াত অফিস চত্বরে এসে এ র‌্যালি শেষ হয়।

এ বিজয় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি

বাঁশখালী, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর পালনের মধ্যদিয়ে যথাযোগ্যে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা পরিষদ চত্বরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জান, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা প্রমুখসহ উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব, চাঁদপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ছেঙ্গারচর পৌরসভার ছেঙ্গারচর বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে র‌্যালিটি।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন বলেন, “আমরা আগামী দিনের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতায় এই অঙ্গীকার ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর হবে।

র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, ছেঙ্গারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ. এম. রবিউল আলম এবং সেক্রেটারি শাহজালাল প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন খান, আবদুল ওয়াদুদ কমিশনার, জাহাঙ্গীর আলম, জাব্বার দেওয়ান, ইব্রাহিম মোল্লা, আবদুল লতিফ লিটনসহ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিজয় র‌্যালিটি সম্পন্ন হয়।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): নাইক্ষ্যংছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে এনসি মিডিয়া সেলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১২টায় এনসি মিডিয়া সেলের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম সূচনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসি মিডিয়া সেলের প্রচার সম্পাদক জিয়াউ হক আনচারী এবং সভাপতিত্ব করেন মিডিয়ার ইনচার্জ ও দৈনিক সংগ্রাম পত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মাহমুদুল হক বাহাদুর।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার কণ্ঠ এর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ও এনসি মিডিয়ার উপদেষ্টা জনাব মোহাম্মাদ আবু নাছের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারি শাহ নূরুদ্দিন দাখিল মাদরাসা কমিটির সভাপতি, মাও: রফিক বশরী. মাস্টার আব্দুল গফুর।

এছাড়া উপস্থিত ছিলেন জনমত নিউজ২৪-এর স্টাফ রিপোর্টার নুরুল আবছার, বাংলার আলো নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হেলাল উদ্দিন মিয়াজি। রফিকুল ইসলাম সহ এনসি মিডিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।

মেহেরপুর

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৩ টার সময় জেলা মডেল মসজিদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে ড. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

মেহেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৩ টার সময় জেলা মডেল মসজিদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে মেহেরপুরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে ড. শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

গাইবান্ধা

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা। শিবিরের স্থানীয় জেলা কার্যালয় মিলনায়তনে বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর জননেতা মো. আব্দুল করিম এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি জনাব মো. ফেরদৌস সরকার রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবির রানা, শিবিরের জেলা সেক্রেটারি ইউসুফ আল কার্যাভীসহ জেলা নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের স্বাধীনতার সার্ভভৌমত্ব রক্ষায় যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে, আগামীতে এদেশের দায়িত্ব যুবকদেরকেই নিতে হবে।”

বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বনপাড়া পৌর গেটে আয়োজিত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সমাবেশে নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান, সহকারী সেক্রেটারি জিয়াউর রহমান জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন ও বড়াইগ্রাম পৌর আমীর আলমাস হোসেন বক্তব্য রাখেন। এর আগে একটি বিজয় শোভাযাত্রা বনপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঝিনাইদহ

মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। ১৬ ডিসেম্বর দিনভর আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

দিবসটির শুরুতে শহর জামায়াতের উদ্যোগে একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। পরে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আল হেরা অফিস কক্ষে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টার দিকে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ বয়েজ স্কুল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এছাড়া শহর জামায়াতের উদ্যোগে পৃথকভাবে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর এবং ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি তাজুল ইসলামও ছগীর আহমেদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদ রেজা পারভেজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল হোসেনসহ জেলা, উপজেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ঝিনাইদহে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

কুড়িগ্রাম

নানা কর্মসূচীর মধ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৫ তম বিজয় দিবসের শুরুতেই ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব ফজলে রাব্বি, পিপিএম। এছাড়াও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, কুড়িগ্রাম জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বিজয় দিবসে আয়োজিত বিজয় এক বর্ণাঢ্য র‌্যালি জেলা জামায়াতের অফিস চামড়ার গোলা এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন’র নেতৃত্বে। এ সময় তার সাথে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, যুব ও ক্রিড়া বিভাগের জেলা সভাপতি এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহজালাল সবুজ, জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মো. জহুরুল ইসলাম সদর উপজেলা আমীর মো. শামসুল হুদা মিঠু ও ছাত্রশিবির জেলা সভাপতি মো. মোশাররফ হোসেন সহ হাজারো নেতাকর্মী।

আদমদীঘি (বগুড়া) বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, ফায়ার সার্ভিস আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে “রান ফর ভিক্টোরি উইথ শিবির” ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এসময় রান ফর ভিক্টোরি উইথ শিবির ম্যারাথন দৌড় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা জামায়াতে আমীর ও নোয়াখালী ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসহাক খন্দকার বলেন জামায়াত ক্ষমতায় অধিষ্ঠিত হলে দেশকে দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করব ইনশাআল্লাহ।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উৎযাপন উপলক্ষে সকাল সাড়ে ৭ টায় মাইজদী বাজার থেকে ১ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড়টি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রতিযোগিতা শেষে “রান ফর ভিক্টোরি উইথ শিবির” ম্যারাথন দৌড়ে ২০ জন প্রতিযোগীকে মডেল প্রধান করেন আয়োজকরা।

বেলকুচি (সিরাজগঞ্জ)

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম বলেছেন,স্বাধীনতা ৫৪ বছর পার হলেও এদেশের মানুষ আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে স্বাধীনতার স্বপ্নস্বাধ উপভোগ করতে পারেনি। পারেনি স্বাধীনতার সূর্যকে সুরক্ষায় জাতি হিসেবে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এ জাতিকে বার বার দ্বিধাবিভক্ত করা হয়েছে। তাই’তো, বিপন্ন স্বাধীনতা আজ অরক্ষিত ও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সুতরাং,সুখী- সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে :স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম ও ইসলাম পন্থীদের বিজয় অনিবার্য। গতকাল মঙ্গলবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত

“সুখী-সমৃদ্ধ বাংলাদেশ: স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম ও ইসলামপন্থীদের বিজয় অনিবার্য” শীর্ষক-এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।