বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়াকে নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে সারাদেশের মতো বাগমারায় জোরদার করা হয়েছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে রাজশাহী -৪ (বাগমারা) আসনে সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারী) উপজেলা প্রশাসন দুপুরে বিভিন্ন কেন্দ্রের সংশ্লিষ্টদের হাতে সিসিটিভি ক্যামেরা গুলো তুলে দিয়ে দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অর্থায়নে এই সিসিটিভি ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১২২টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে স্থাপন কার্যক্রমে ১১৭টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পৌঁছে গেছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, উপজেলায় মোট ১২২ টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭৭টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রেকে নিরাপত্তার বিষয় গুরুত্ব দেয়া হবে। ১১৭ কেন্দ্রে ৪টি করে এনবি আর বিশেষ উন্নত সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিঁ কেন্দ্র গুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, “সিসিটিভি ক্যামেরা স্থাপন নির্বাচন ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ধাপ।” ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিসিটিভি স্থাপনের মূল লক্ষ্য।
এতে করে নির্বাচন সহিংসতা প্রতিরোধ, ভোটকেন্দ্র ঘিরে গুজব ও অপপ্রচার মোকাবিলা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এদিকে সিসিটিভি ভোট কেন্দ্রে স্থাপনে নজরদারিকে একটি ‘ডিজিটাল নিরাপত্তা বলয়’ হিসেবে দেখছেন এলাকাবাসী। এতে করে ভোটারদের আস্থা বাড়াবে এবং একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আশা ব্যক্ত করছেন ভোটাররা।