রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই পরীক্ষায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ) সকাল ৯ টায় আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মেধা তালিকার ৩০ জনকে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১ম স্থান অর্জন করেন চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মোঃ সাঈদ তিনি নগদ ১০ হাজার টাকা পুরস্কার ও সনদ পান, ২য় স্থান অর্জন করেন আলেকজান্ডার কচি কণ্ঠ কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্র রাফিদ ইনাম তিনি নগদ ৫ হাজার টাকা ও সনদ পান, ৩য় স্থান অর্জন করেন চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিহা তাবাসসুম নাবিলা তিনি নগদ ৩ হাজার টাকা ও সনদ পান।
সম্প্রতি আলেকজান্ডার প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত পরীক্ষায় ৪৬০ জন প্রতিযোগী পরীক্ষা অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে উত্তর পত্রের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অর্জনকারী এবং চতুর্থ থেকে ৩০তম স্থান অর্জনকারীদের সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
আলেকজান্ডার বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মোসলেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম বিএসসি, বিদ্যালয়ের পরিচালক ও বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা মোঃ জোবায়ের হোসেন তালুকদারের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ ফখরুল ইসলাম মিহির, আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও ব্যবসায়ী সামছুল বাহার খন্দকার, চর আবদুল্লাহ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ আ ন ম আবদুল হাকিম, বালুর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, আলেকজান্ডার মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, চর রমিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ।