নাটোরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি বেসরকারী সংস্থা লাসটার উদ্দ্যোগে সিভিল সার্জন অফিসে এ আয়োজন করে। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে আদালত চত্বর হয়ে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়ে সিভিল সার্জন হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
লাসটারের সভাপতি লায়লা আরজুবান্দ বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মুক্তাদির আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন,থ্যালাসেমিয়া এক ধরনের রক্ত শূন্যতাজনিত মারাত্মক রোগ। থ্যালাসেমিয়া রোগীদের দেহে স্বাভাবিক ভাবে রক্তের লোহিত কনিকা তৈরী হলেও পরিপক্ক হতে পারেনা। সচেতনতা বৃদ্ধির ফলে এই রোগ কিছুটা প্রতিরোধ করা সম্ভব।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, ডাঃ সুকন্যা সরকার, নাটোর প্রেসক্লাবের সহ সভাপতি ও যুগান্তরের নাটোর প্রতিনিধি মোঃ শহীদুল হক সরকার, ব্র্যাক এনজিও জেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, লাসটারের সমন্বয়কারী মোঃ জেকের আলী রায়হান সহ থ্যালাসেমিয়া রোগী ও রোগীর অভিভাবকগণ।