সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে ষাটোর্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম জাবেদ আলী পীর (৬০)। তিনি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত কাশেম আলীর ছেলে। পেশায় একজন মাছ শিকারী।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের অপরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকাটি রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের সিঙ্গিমারী এলাকা হওয়ায় তারাগঞ্জ থানা পুলিশ লাশটি ওই থানায় নিয়ে গেছে।
নিহত জাবেদ আলী পীর সেচ ক্যানেল ও আশেপাশের বিল এবং ডোবা নালায় মাছসহ পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন। গতরাতে তিনি মাছ ধরার জন্য বের হয়ে যান। আজ সকালে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। গলায় ডান পাশে জবাই করে দা মাথার ৫ গজ দূরেই ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। মৃত বৃদ্ধের চাচাতো ভাই মোহার আলী বলেন, জাবেদ আলীর মত এমন একজন নির্বিবাদী ও নিরীহ মানুষকে কেউ হত্যা করতে পারে কল্পনাও করা যায়না। কেন হত্যা করবে তাকে? এই নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদেরদ্রুত দ্রুত গ্রেপ্তার গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তারাগঞ্জ থানার এসআই শরীফ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে এবং হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা শুরু করা হয়েছে।