শহীদ জসিম হোসেন হাওলাদারের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। তিনি গতকাল ৪ এপ্রিল শুক্রবার বরিশালের সদর উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামের শহীদের নিজ বাড়িতে আসেন। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন ও সামগ্রিক খোঁজখবর নেন।

মহানগর আমীরের সাথে এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি বায়জীদ বোস্তামী, জামায়াতে ইসলামীর সদর উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালাম, আলী আশ্রাফ, চাঁদপুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি মশিউর রহমান রিয়াজ, বরিশার মহানগর শিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান সুজন, প্রশিক্ষণ সম্পাদক নাজুমল হক, ছাত্রকল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান, বন্দর থানা শিবির সভাপতি আব্দুল্লাহ আল জাবেদ ও সেক্রেটারি খায়রুল ইসলাম মাসুমসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

উল্লেখ, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২১৯ তম শহীদ জসিম হোসেন হাওলাদার ২০১৫ সালের ৭ই ফেব্রুয়ারি রাজধানীর শের-ই- বাংলা নগর এলাকায় পুলিশের গুলীতে শাহাদাৎ বরণ করেন।