উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে অব্যাহত অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার রাত থেকে গাজীপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তারা শিববাড়ি মোড়ে অবস্থান নেন, এতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং চতুর্দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। অপরদিকে, এ আন্দোলনের সঙ্গে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শিক্ষার্থীরা জড়িত-এমন অপপ্রচারের প্রতিবাদে রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টা বিক্ষোভ ও সমাবেশ করেছে ডুয়েটের শিক্ষার্থীরা।
শুক্রবার রাত দশটার দিকে গাজীপুরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থী শিমুলতলী থেকে মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে এসে পৌঁছান। সেখানে তারা সড়কের উপর বসে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় বক্তব্য রাখেন ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু, আফসার উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম শুভসহ অন্যান্য প্রকৌশলী ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে এবং মিথ্যা অপপ্রচার করে প্রকৌশল খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদেই তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।