কুমিল্রার মুরাদনগর থানায় হামলা এবং এবং সিএনজি থেকে চাঁদা না পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে মারপিটের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি প্রথমে কোম্পানীগঞ্জ বাজারে ও পরে মুরাদনগর থানার ভেতরে হামলার এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- বিএনপি কর্মী উপজেলার বাখর নগর গ্রামের মৃত রুশন আলীর ছেলে কালাম (৪৮), রহিমপুর গ্রামের মাহাবুব হোসেনের ছেলে মো. হোসেন (২২), নবীপুর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে মো. ওয়াহাব আলী (৫৫), মুরাদনগর উত্তর পাড়ার আবুল হাশেমের ছেলে আবুল হাসান জুয়েল (৪২), পরমতলা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মহসিন সরকার (৩৮) ও রহিমপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে মো. জসীম উদ্দিন (৫৮)।

সেনাবহিনীর একটি দল ও কুমিল্লা পুলিশ সুপার থানাসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা পলাতক আছেন।