চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের রাণীগাঁও-গাজীগঞ্জ এর প্রায় ২কিলোমিটার রাস্তার সংস্কার কাজ অনিয়মের কারণে বন্ধ করেছেন এলাকাবাসী। শনিবার(২৬এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে ওই এলাকার শতশত মানুষ রাস্তার কাজের অনিয়মের বিরুদ্ধে রাস্তায় জড়ো হয়ে কাজ বন্ধ করেন। স্থানীয়রা জানান,গত কয়েকমাস আগে রাস্তা সংস্কারের জন্য সড়কের পুরোনো পিজ ঠিকাদার উল্টিয়ে ফেলে। পরে বৃষ্টির পানি দিয়ে রোলার করার জন্য বৃষ্টির অপেক্ষা করে। দীঘদিন বৃষ্টি না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার রোলার দিয়ে কাজ করেননি। গত কয়েকদিন আগে হালকা বৃষ্টি হলে ঠিকাদার ওই সড়কে হালকা রোলার মেরে কাজ শুরু করেন।এতে সড়কের উঁচুনিচু সমান হয়নি। পড়ে রাস্তায় সঠিকভাবে তেল(বিটোমিন) না দিয়ে ২৫ মিলির পরিবর্তে ১০ মিলি টিকনেসে কাজ শুরু করেন কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার শতশত মানুষ উল্লেখিত সড়কে জড়ো হয়ে অনিয়ম কাজে বাধা দিলে উপজেলা প্রকৌশলীর সার্ভেয়ার আবুল কালাম প্রথমে মোবাইল ফোনে স্থানীয়দের বিরুদ্ধে মামলার হুমকি দেন। পরে ঠিকাদার ও এলজিইডি সার্ভেয়ার সেখানে গিয়ে অনিয়মের বিষয়টি স্বীকার করে স্থানীয়দের সাথে বসে কথা বলতে চান। এসময় স্থানীয়রা কর্তৃপক্ষকে বলেন আমাদের সাথে বসে কথা বলার কিছু নেই।আপনারা রাস্তার কাজ সঠিকভাবে করুন।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, এসএসসি পরীক্ষা চলমান।এলজিইডি ও ঠিকাদারের খামখেয়ালীপনায় দীর্ঘদিন যাবৎ সড়কের কাজ বন্ধ রয়েছে। এই সড়ক যানচলের অনুপযোগী হয়ে পড়ায় রাণীগাঁও এলাকার অসংখ্য এসএসসি পরীক্ষার্থী বিকল্প রাস্তা ব্যবহার করে চুনারুঘাট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছেন।এতে করে একদিকে সময় বেশি যাচ্ছে আবার দ্বিগুণ বাড়াও গুণতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। সর্বোপরী সড়কের কাজ সঠিক সময়ে না করার কারণে চরম ভোগান্তিতে পড়ছেন ওই এলাকার পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ।

অপর এক সূত্রে জানা যায়, উপজেলা প্রকৌশলীর সার্ভেয়ার আবুল কালাম আওয়ামী দুসর। সে একযোগের ও বেশী সময় ধরে চুনারুঘাট থেকে বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে অবৈধ টাকার পাহাড় গড়েছে।তার বিষয় ও রাণীগাঁও-গাজীগঞ্জ সড়কের কাজের অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।