রংপুর জেলায় আগামী ১৫ মার্চ শনিবার প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন-এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গত ১২ ই মার্চ বুধবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিনা সুলতানা এ তথ্য জানান। এ সময় জানানো হয়, রংপুর জেলা র ৮ উপজেলায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল রঙের ৩৯ হাজার ২৫৯ জন ও প্রতিবন্ধী ১৬৩ জনসহ মোট ৩৯ হাজার ৪২২ জন ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৫২৬ জন ও প্রতিবন্ধী ১ হাজার ৫৫২ জনসহ মোট ৩ লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

এ সময় সিভিল সার্জন জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী শনিবার দিনব্যাপী সারা দেশের ন্যায় রংপুর জেলার সকল উপজেলার সকল স্থানেঅনুষ্ঠিত হবে। এছাড়াও জেলার সকল রেলস্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ স্টেশনসহ সকল স্ট্যান্ডে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। রংপুর জেলায় ১ হাজার ৮৩২ টি কেন্দ্রে, ৩ হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবী, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী ও ২২৮ জন তদারককারী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে।