সিলেট থেকে গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর অবৈধভাবে উত্তোলন ও লুট হয়েছে। তবে এত বিপুল পরিমাণ পাথরের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা গেছে মাত্র ১ লাখ ঘনফুট।

বিভিন্ন সূত্র জানায়, সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও নদীঘেঁষা অঞ্চল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। প্রশাসনের অভিযানে মাঝে মাঝে সামান্য পরিমাণ পাথর জব্দ হলেও মূল চক্র রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।

পাথর লুটের কারণে একদিকে যেমন সরকারের রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা, তেমনি পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়রা বলছেন, অবৈধ পাথর উত্তোলনের কারণে কৃষিজমিও নষ্ট হচ্ছে। এমনকি বসতবাড়ি ও যোগাযোগ অবকাঠামো হুমকির মুখে পড়ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধভাবে উত্তোলিত পাথর আটক ও পাচারকারীদের চিহ্নিত করার জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তবে সচেতন মহল মনে করছে, টেকসই সমাধানের জন্য শক্ত আইন প্রয়োগ ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সম্পৃক্ততা জরুরি।

পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, সিলেট থেকে গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর।