“কৃষিই সমৃদ্ধি”—এই প্রত্যয়ে গাজীপুর সদর উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে নারিকেল, তাল ও গ্রীষ্মকালীন সবজির চারা ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) গাজীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই চারা বিতরণ কার্যক্রমের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুর সদর। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সরকার এ উদ্যোগ গ্রহণ করে, যার লক্ষ্য কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের মাঝে সচেতনতা বাড়ানো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ হাসিবুল হাসান। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই চারা ও বীজ বিতরণ তারই অংশ। এতে কৃষকরা উপকৃত হবেন এবং টেকসই কৃষি নিশ্চিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মাহে আলম, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, আলমগীর হোসেন। তাঁরা বলেন, “গ্রীষ্মকালীন সবজি, তাল ও নারিকেলের মতো ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ানো ও মৌসুমি ফসলের বৈচিত্র্য নিশ্চিত করতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
চারা ও বীজ বিতরণ কার্যক্রমে শতাধিক কৃষক ও ৩৪ টি সরকারি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান
অংশগ্রহণ করেন এবং সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এসব চারা চাষে লাগিয়ে তারা পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারেও সরবরাহ করতে পারবেন।