গাজীপুর–৬ আসন বাতিল হয়েছে—সামাজিক মাধ্যমে এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার পর গাজীপুর–৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি স্পষ্ট ব্যাখ্যামূলক স্ট্যাটাস দিয়ে বিষয়টির সত্যতা তুলে ধরেছেন। তার বক্তব্যে জনসাধারণের মধ্যে থাকা সংশয় ও ভুল তথ্যের অবসান ঘটে।
ড. হাফিজুর রহমান তার স্ট্যাটাসে জানান—সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো যে গাজীপুর–৬ আসন বাতিল সংক্রান্ত খবর, তা সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ব্যাখ্যা করেন যে, প্রচারিত রায়ের অংশটি হাইকোর্টের পুরনো রায়, যা বর্তমানে কার্যকর নয়।
তিনি বলেন,হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা চেম্বার জজ আদালতে আপিল করেছি। চেম্বার জজ মহোদয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থিতাবস্থা জারি করেছেন। ফলে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী গাজীপুরের ৬টি এবং বাগেরহাটের ৩টি আসন আগের অবস্থায় বহাল রয়েছে।
ড. হাফিজুর রহমান আরও স্পষ্ট করে যোগ করেন—সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এখনও কোনো চূড়ান্ত রায় দেয়নি। আমাদের মামলা বিচারাধীন। তাই ফেসবুকে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কোনো আইনি ভিত্তি নেই।
তিনি জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন—আমরা ন্যায়বিচারের প্রতি আস্থাশীল। সর্বোচ্চ আদালতের রায় ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ করবেন না।
তার এই স্ট্যাটাসটি গাজীপুরজুড়ে আলোচনার সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই তার স্পষ্ট বক্তব্যকে সময়োপযোগী ও জনমুখী বলে মন্তব্য করছেন।