ফেনীর সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এবং জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. মোস্তফা সম্পর্কে সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোঃ মোস্তফা ছিলেন একটি প্রতিষ্ঠান ও ইতিহাস।
বুধবার (২ এপ্রিল) অধ্যক্ষ মো. মোস্তফা স্মরণে ফেনী শাহীন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রাক্তন ছাত্র আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলার সাবেক আমীর একেএম শামছুদ্দিন, শাহীন একাডেমীর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী। প্রাক্তন ছাত্র আবেদ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নুরুল আমিন, প্রাক্তন শিক্ষক সাংবাদিক একেএম আবদুর রহীম, মাওলানা কেফায়েতুল্যাহ, বর্তমান শিক্ষক মোঃ ইলিয়াস ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, প্রাক্তন ছাত্র শওকত ইমরান, জাফর ইমাম প্রমুখ।