চট্টগ্রাম (হাটহাজারী) সংবাদদাতা : হাটহাজারী উপজেলায় দীর্ঘদিনের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়দিঘীর পাড়, চৌধুরীরহাট ও বাসস্ট্যান্ড এলাকায় ব্যাপক অভিযান চালানো হয়েছে। অভিযানে সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস, অটোরিকশা ও সিএনজির যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ফেস্টুন টাঙানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তার ওপর গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে চৌরাস্তার ঝুঁকিপূর্ণ কয়েকটি সংযোগ সড়ক বন্ধ করে যানবাহন চলাচলে ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। তবে সাধারণ মানুষের হেঁটে চলাচলের সুবিধার্থে কিছু স্থানে পথ খোলা রাখা হয়েছে।

অভিযানকালে সড়ক দখল ও অবৈধ পার্কিংয়ের অভিযোগে মোট ১৫টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে সোমবার (৫ জানুয়ারি) চৌধুরীরহাট, বড়দিঘীর পাড় ও বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৫ জনকে ২৮ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। দ-বিধি আইন ১৮৬০-এর ২৯১ ধারায় এসব মামলা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে রাস্তার ওপর অবৈধভাবে যানবাহন পার্কিং, ফুটপাত দখল করে যানজট ও গণউপদ্রুপ সৃষ্টির অভিযোগ আনা হয়। এ অভিযানে কোনো কারাদ- প্রদান করা হয়নি।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উপজেলা প্রশাসন জানায়, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।