মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিআরটিএ বগুড়া সার্কেল এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চত্বর বটতলা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শহিদ উল্লাহ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বিআরটিএ বগুড়ার সহকারি পরিচালক হারুন-উর-রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. নাফিউর রহমান, বিআরটিএ বগুড়ার ইন্সপেক্টর আশরাফুল আলম, বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল, জেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।
চকরিয়া : “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫। গতকাল বুধবার (২২ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার মোহনা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। নিরাপদ সড়ক চাই চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রোগ্রাম উপস্থাপক ইসফাতুল হাসান ইসফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান, চকরিয়া সিটি কলেজের সভাপতি অধ্যাপক ফখরউদ্দিন ফরায়েজী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম. আলী হোসেন ও বিশিষ্ট সমাজসেবক সরোয়ার আলম।
দাউদকান্দি (কুমিল্লা): সারা দেশের ন্যায় কুমিল্লার দাউদকান্দিতেও উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এ বছরের প্রতিপাদ্য ছিল— “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।”কর্মসূচিতে উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি লিটন সরকার বাদল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।